জনপ্রিয় কয়েকটি ইসলামিক ফেসবুক আইডির নাম
ছেলে ও মেয়েদের ইসলামিক ফেসবুক আইডির নামের তালিকা
ইসলামিক ফেসবুক আইডির নাম
বর্তমান বিশ্বে যেসকল সামাজিক যোগাযোগ মাধ্যম রয়েছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে ফেসবুক। বর্তমান বিশ্বের সকল প্রাপ্ত বয়স্ক ব্যক্তিরাই ফেসবুক ব্যবহার করে থাকেন। আপনি যদি ফেসবুক ব্যবহার করতে চান তাহলে আপনাকে ফেসবুক ওয়েবসাইটে একটি একাউন্ট খোলতে হবে। ফেসবুক একাউন্ট খোলার জন্য একটি নাম প্রয়োজন হয়। এই নাম দেখেই একজন আরেকজনকে চিনতে পারে। এছাড়া, ফেসবুক আইডির নাম আকর্ষণীয় হলে অন্যান্য ফেসবুক একাউন্ট ব্যবহারকারীরা প্রফাইল ভিজিট করতে আগ্রহী হয়ে উঠে।
নাম একটি সৃজনশীলতার প্রতীক। একটি নাম দেখেই বুঝা যায় ওই নামধারী ব্যক্তি কেমন মনের মানুষ। একজন মুসলিম হিসাবে আমাদের ফেসবুক আইডির নাম ইসলামিক শরীয়া অনুয়ায়ী হওয়া ভালো। এতে করে আমরা যে মুসলিম তা ওই আইডির মাধ্যমে ফুটে উঠবে। আমাদের ফেসবুক নামেই বলে দিবে আমরা মুসলিম পরিবারের সন্তান।
একটি ইসলামিক ফেসবুক আইডি তৈরি করতে হলে প্রথমতো একটি সুন্দর নাম প্রয়োজন। কিন্তু একজন মুসলিম হিসাবে আমরা আমাদের ফেসবুক আইডির নাম কি ব্যবহার করবো তা নিয়ে অনেকসময় দ্বিধায় থাকি।
তাই, আপনাদের এসব সমস্যা বিবেচনায় আজ আপনাদের সাথে কিছু ইসলামিক ফেসবুক আইডি শেয়ার করবো। যেগুলো থেকে আপনি আপনার ফেসবুক আইডির নামের আইডিয়া পাবেন।
ছেলে ও মেয়েদের ইসলামিক ফেসবুক আইডির নামের তালিকা
ছেলেদের ইসলামিক ফেসবুক আইডির নাম
আপনি যদি একজন মুসলিম ছেলে হয়ে থাকেন এবং ইসলামি ফেসবুক আইডি ব্যবহার করতে চান তাহলে আজকের এই পোস্টটি আপনার জন্য। নিচে অনেকগুলো ছেলেদের ইসলামিক ফেসবুক আইডির নাম দেওয়া হয়েছে। আপনি সেখান থেকে আপনার প্রিয় নামটি সিলেক্ট করতে পারেন।
ছেলেদের ইসলামিক ফেসবুক নাম-
- আলোর দিশারী।
- আলোর পথিক।
- বিশ্বাসী সত্যের সন্ধানে।
- এসো আলোর পথে
- এসো মহান রবের দিকে।
- এসো আল্লাহর পথে
- এসো কুরআনের মহিমায়।
- এসো শান্তির আঙিনায়।
- ইসলামিক নুরে নুরান্বিত
- জীবন রাঙাতে কোরআন।
- দুদিনের মূসাফির।
- মহান রবের গোলাম।
- করুণার ভিখারী।
- হারিয়ে যাবো একদিন।
- উম্মাহর পথের কান্ডারী।
- আল্লাহর পাপিষ্ট বান্দা।
- জানার নাম ইসলাম।
- পাপীষ্ঠ জীবন।
- পাপীপয় দুনিয়া।
- দয়া ভিখারি।
- এসো শান্তির পথে।
- পবিত্র হৃদয়।
- আলোর পতাকা।
- এসো ইসলামের পথে।
- মুহাম্মদ।
- ইসলামের পতাকা।
- আবু বকর।
- আবরার গালিব।
- মোস্তফা।
- তওকীর।
- নজরুল ইসলাম।
- আহনাফ মুত্তাকী।
- আলি ইসলাম।
- আবরার ইসলাম।
আরও পড়ুন: জনপ্রিয় ইসলামিক ফেসবুক গ্রুপের নাম
মেয়েদের ইসলামিক ফেসবুক আইডির নাম
আপনি যদি একজন মুসলিম মেয়ে হয়ে থাকেন। তাহলে এই পোস্টটিও আপনার জন্য। আপনার জন্য নিচে অনেকগুলো মেয়েদের ইসলামিক আইডির নাম দেওয়া হয়েছে। আপনি সেখান থেকে আপনার প্রিয় নামটি সিলেক্ট করতে পারেন।
মেয়েদের ইসলামিক ফেসবুক নাম-
- ইসলামিক কন্যা।
- পবিত্র হৃদয়।
- জান্নাতি জীবন।
- জান্নাতি রমনী।
- আমি ফাতেমার উত্তরসূরী।
- ভালোবাসি আল্লাহকে।
- আল্লাহ আমার প্রান৷
- চীরচেনা রুপে আমি।
- জান্নাতি হবু হুর।
- রাসুল আমার প্রাণ।
- রাসুল আমার ভালবাসা।
- আমার স্বামী আমার বেহেস্ত।
- চরিত্রটা মাশাল্লাহ।
- ভালোবাসবো বিয়ের পরে।
- রাব্বায়াতুল বাইত।
- পর্দাশীল কন্যা
- মুনিয়া সুলতানা নুহা।
- নামাজী মেয়ে।
- নামাজ বেহেস্তের চাবি ।
- অবুঝ মন ।
- হিজাব কুইন।
- ইসলামী কন্যা।
- তাসনিয়া সুলতানা ।
- তানিয়া পারভীন।
- নুহা ফারবিন।
- মীম আক্তার।
- সুরাইয়া আক্তার।
- আইরিন সুলতানা।
উপরোক্ত নামগুলো থেকে আপনি যে কোন নাম ব্যবহার করতে পারেন। আজ এই পর্যন্তই । ভালো লাগলে পোস্টটি অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।
One Comment